
বৃহস্পতিবার ২২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড সফরের দল ঘোষণা করল ভারত। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল যাবে ইংল্যান্ড সফরে। ২৪ জুন থেকে শুরু হবে সিরিজ। জুনিয়র দলের অধিনায়ক করা হয়েছে আয়ূষ মাত্রেকে। দলে আছেন ১৪ বছরের বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী।
পুরো দলটা এরকম: আয়ূষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, ভিহান মালহোত্রা, মৌল্যরাজসিং চাভডা, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক), আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ ইনান, আদিত্য রানা, আনমোলজিৎ সিং।
স্ট্যান্ডবাই রাখা হয়েছে নমন পুষ্পক, ডি দীপেশ, বেদান্ত ত্রিবেদী, বিকল্প তিওয়ারি, অলঙ্কৃত রাপোলেকে (উইকেটরক্ষক)।
২৪ জুন ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। এরপর রয়েছে পাঁচ ম্যাচের ইয়ুথ একদিনের সিরিজ। তিনটি ম্যাচ হবে যথাক্রমে ২৭ জুন (হোভ), ৩০ জুন ও ২ জুলাই (নর্দাম্পটন)। বাকি দুটি ম্যাচ হবে উরচেস্টারে ৫ ও ৭ জুলাই। এরপর দুটি মাল্টি ডে লাল বলের ম্যাচ রয়েছে। প্রথমটি ১২ জুলাই থেকে হবে বেকেনহ্যামে। অপরটি ২০ জুলাই থেকে শুরু হবে চেমসফোর্ডে।
অনূর্ধ্ব দলে রয়েছেন দুই আইপিএল খেলা ক্রিকেটার। আয়ূষ মাত্রে ও বৈভব সূর্যবংশী। তার মধ্যে মাত্রে আবার অধিনায়ক। সূর্যবংশী রাজস্থানের হয়ে সাত ইনিংসে করেছে ২৫২। আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির নজিরও গড়েছে সে। রয়েছে অর্ধশতরানও। অন্যদিকে নিলামে অবিক্রিত থাকলেও চোটের জন্য রুতুরাজ গায়কোয়াড় ছিটকে যাওয়ায় মাত্রেকে দলে নেয় চেন্নাই। ৬ ইনিংসে তিনি করেছেন ২০৬। সর্বোচ্চ ৯৪।
এছাড়াও দলে আছেন বাংলার ক্রিকেটার যুধাজিৎ গুহ। টাউনের ক্রিকেটার তিনি।
মোদি-দিদির গ্যারান্টির পর এবার টুটু বসুর গ্যারান্টি! মোহনবাগানের ভোটের আগে কীসের কথা বললেন দেবাশিস দত্ত?
মাদ্রিদে অবশেষে অবসান মদ্রিচ যুগের, ১২ বছরের লম্বা কেরিয়ারে ইতি টানতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
'ওকে পাঁচ মিনিটে ঠিক করে দিতাম', ফের বিস্ফোরণ ঘটালেন যোগরাজ, এবার কাকে নিয়ে পড়লেন?
'মায়ান্তির ট্রাউজার কেন পরে আছো?' উথাপ্পাকে প্রশ্ন সানির, ভাইরাল ভিডিও
ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে, ভারতীয় ফুটবল নিয়ে বড় ভবিষ্যদ্বাণী ভাইচুংয়ের
ওয়াংখেড়েতে মুম্বইয়ের সূর্যোদয়, প্লে অফে হার্দিকরা, দিল্লি বহু দূর!
আয়োজক দেশ হলেই নিশ্চিত অংশগ্রহণ, নিয়ম বদলাচ্ছে ২০২৮ ইউরোয়
কোহলিকে টেক্সট স্টোকসের, কী ছিল সেই বার্তায়?
সন্তোষ জয়ী বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলে প্রস্তুতি মানোলোর ছেলেদের, কবে হবে সেই খেলা?
নাইটদের বিরুদ্ধে ম্যাচেই লাগল চোট, কপাল পুড়ল আইপিএলের গতিদানবের
আর মাত্র এক ঘণ্টা, ইস্টবেঙ্গলে সই করছেন এই তারকা ফুটবলার
এই ফুটবলারকে নিয়ে চলছে 'ডার্বি', জিততে মরিয়া মোহনবাগান, পিছিয়ে পড়ছে ইস্টবেঙ্গল
কোহলির অবসরে আবেগপ্রবণ ধর্মসেনাও, বিরাট উপহার পান ভারতের তারকার কাছ থেকে
রুতুরাজের সত্যিই চোট ছিল? প্রশ্ন তুলে দিলেন এই প্রাক্তন ক্রিকেটার
দিনে ২০০টি ছক্কা আর 'চানা', উর্ভিলের বড় শট খেলার রহস্য ফাঁস করলেন কোচ